ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান সাখাওয়াতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান সাখাওয়াতের
রবিবার, ২৭ জুলাই ২০২৫



ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান সাখাওয়াতের

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বন্দর ইউনিয়ন নারায়ণগঞ্জ বিএনপির একটি উর্বর প্রতিক। এই উর্বর প্রতিকে ভালোভাবে চাষাবাদ করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, কৃষক—সকল পেশার মানুষকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বন্দরকে সুন্দর ও গর্বিত বন্দর হিসেবে দেখতে চাই।”

রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় বন্দরের তিনগাঁও এলাকায় এ কর্মসূচি আয়োজন করে বন্দর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

তিনি আরও বলেন, “অন্যায়-অপকর্মের সাথে যারা জড়িত, তাদের সতর্ক করছি—অবিলম্বে অপকর্ম বন্ধ করুন। না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের শায়েস্তা করব। বিএনপি জনগণের সঙ্গে আছে, তারেক রহমান জনগণের সঙ্গে আছে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, “যারা বন্দরে লাঙ্গল মার্কায় নির্বাচন করেছে কিংবা জাতীয় পার্টির হয়ে কাজ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। এইসব লোক খুনি সেলিম ওসমানের দালালি করেছে। মুখে বিএনপির কথা বললেও তারা কাজ করেছে জাতীয় পার্টির হয়ে। এদের কোনোভাবেই সদস্যপদ দেওয়া যাবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৫   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে : ফারুকী
রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান সাখাওয়াতের
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র মামলার আসামি আটক
আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার
যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ চান ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ