
পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৮ জুলাই) মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং খালের পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৮ ১১ বার পঠিত