জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উদযাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।
এই বিজয় মিছিলকে সফল করার লক্ষ্যে সোমবার (২৮ জুলাই) বিকেলে তারাকান্দি প্রধান সড়কে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতিমূলক মিছিল ও সমাবেশ করেছেন।
মিছিলটি যমুনা সার কারখানা ইসলামী ব্যাংক মোড় থেকে শুরু হয়ে কান্দাপাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামী ব্যাংক মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন এবং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন অঙ্কন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগের ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ আচরণের তীব্র সমালোচনা করে বলেন, “জনগণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সামনে গণআন্দোলন আরও তীব্র হবে।”
বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৩ ৫৭ বার পঠিত