রবিবার, ৩ আগস্ট ২০২৫

পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা পার্বত্য চট্টগ্রামে বেকারত্ব হ্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই।

আজ খাগড়াছড়ি জেলা সদরের যাদুরাম পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প (CRLIWM)’-এর উদ্যোগে খাগড়াছড়ির কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এদিন কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি মুখ, পাইলট পাড়া, কমলছড়ি হেডম্যান পাড়া, আমতলি খ্যাং দং পাড়া, যাদুরাম পাড়া, মধু পাড়া, থানা চন্দ্র পাড়াসহ মোট ৭টি পাড়ার কৃষকের মাঝে পাওয়ার টিলার, ১২ এইচপি পাওয়ার পাম্প ও ৪ এইচপি পাওয়ার পাম্প বিতরণ করা হয়। এ সকল কৃষি যন্ত্র খাগড়াছড়ির ৭টি পাড়া গ্রামের কৃষকদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কেবল কোনো যন্ত্র সরবরাহ নয়, এটি পার্বত্য অঞ্চলে কৃষকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমরা ক্ষুধামুক্ত এক উচ্চতর বাংলাদেশ গড়তে চাই- যেখানে খাদ্য ঘাটতি থাকবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে এ সরকার সমতল বা পাহাড় সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে। সেই সাথে পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে।

উপদেষ্টা উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর্থিকভাবে স্বচ্ছল হলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রক্তদান স্বার্থক হবে। তিনি বলেন, আপনাদের পাশে বর্তমান সরকার আছে। ভবিষ্যতে যে সরকারই আসুক আপনাদের পাশেই থাকবে। সুপ্রদীপ চাকমা বলেন, সেচ পাম্প, ট্রাক্টর ও ধানমাড়াইকল কৃষকদের বিনামূল্যে প্রদানের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামের বেকারত্ব দূর করা সম্ভব হবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১০   ১৬ বার পঠিত