বন্দরে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ ও প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ ও প্রস্তুতি সভা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



বন্দরে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ ও প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি।

রবিবার (৩ আগস্ট) বিকেলে বন্দর থানার কবিলের মোড় থেকে নবীগঞ্জ ঘাট পর্যন্ত রিকশাচালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয়তাবাদী চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করতে শ্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার “পলায়ন দিবস” (বিএনপি ভাষ্য অনুযায়ী) উপলক্ষে ৫ আগস্ট বন্দর উপজেলা এবং ৬ আগস্ট ঢাকায় বিজয় মিছিল সফল করতে বন্দর থানা বিএনপির ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, বন্দর থানা বিএনপির অন্তর্গত ১৯নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম নারু, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৯   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা
বন্দরে ধানের শীষের পক্ষে মহানগর বিএনপির গণসংযোগ ও প্রস্তুতি সভা
সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ : মাহফুজ আলম
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি বরাবর স্মারকলিপি
রূপগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবককে পিটিয়ে হত্যা: আটক ১
সিদ্ধিরগঞ্জে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার, আটক ১
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ