রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি। রঙ তুলির আঁচড়ে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিগত সরকারের নানা অন্যায়-অনিয়ম আর জুলুম নিপীড়নের গল্প।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। এই শহর জানে বিশ্বজিৎ দাশের কথাও। কোথায় যে হারিয়ে গেলেন ইলিয়াস আলী- তার খোঁজ মিললো না আজও।
গত ১৭ বছরে যে অবর্ণনীয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে রাজধানীর মেট্রোরেলের পিলারগুলোতে। যেখানে আছে গুম-হত্যা আর নিপীড়নের অসংখ্য গল্প।
গ্রাফিতিতে প্রাধান্য পেয়েছে রক্তাক্ত জুলাইকে ধারণ করা আবির রঙা লাল রঙও। কোথাওবা ঝু্লে থাকা ফেলানী আজও ঝুলে আছেন ন্যায় বিচারের আশায়।
কংক্রিটের এ নগরে এই গ্রাফিতিগুলোই যেন এক টুকরা বাংলাদেশ- ঐতিহাসিক জুলাইয়ে ফেরার উপলক্ষ্য। এসব পিলার দেখে পথের মাঝে পা থমকে যায় পথিকের। তারা বলছেন, আওয়ামী লীগের সময় পাঠ্যপুস্তক হতে শুরু করে বিভিন্ন মাধ্যমে আসল ইতিহাস জানানো হয়নি। এখন গ্রাফিতির মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব হচ্ছে।
সাত বছরের ছোট্ট শিশু ফারিয়া। গ্রাফিতি দেখতে বাবার হাত ধরে সেও এসেছে কারওয়ান বাজারে। ফারিয়া বলে, ‘আমার মনে হচ্ছে আমি এখন একটা দেশ দেখছি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের রঙ তুলিতে আঁকা হয়েছে এসব শিল্পকর্ম। কর্তৃপক্ষ বলছে, সব বয়সিদের কথা মাথায় রেখেই চলছে গ্রাফিতি আঁকার কাজ।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,
ফ্যাসিবাদের ধরনটা বার বার মনে করিয়ে দিতে হবে। না হলে ফ্যাসিবাদকে আমরা ঠিক মতো বুঝবো না। এর পর বাংলাদেশে যারা রাজনীতি করবেন কিংবা ক্ষমতায় আসতে চেষ্টা করবেন, তারাও যেন এ ধরনের ফ্যাসিবাদে রূপান্তরিত না হন।
আগামী দিনের শাসকেরা যেন ’২৪- এর জুলাই থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করেন সেটিও আশা করেন উদ্যোক্তারা।
’২৪- এর জুলাই থেকে ’২৫- এর জুলাই, পেরিয়েছে একটি বছর। জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ছিল দেয়াল লিখন গ্রাফিতি। নতুন এই গ্রাফিতিগুলো যেমন বিগত সরকারের দুঃশাসনের বাস্তব দলিল তেমনি আগামী দিনের বাংলাদেশের জন্য এসব শিক্ষণীয় বিষয়ও বটে।
বাংলাদেশ সময়: ১২:৪১:৫৪ ৫ বার পঠিত