সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার

প্রথম পাতা » অর্থনীতি » সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার
সোমবার, ৪ আগস্ট ২০২৫



সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্রিটিসিজম আছে। তবে অনেক অর্থনীতিবিদ কিছুই দেখেন না; আসলে দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, দেখতে পারবে না।’

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা ও ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

অর্থনীতি নিয়ে যারা ক্রমাগত সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, তারা কিছুই নাকি দেখেন না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, দেখতে পারবে না।’

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্য ও প্রচার করা উচিত। সূক্ষ্ম বিষয় থাকতে পারে। ‘গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানি ভর্তি উপরের দিকে তাকান। শুরুই যদি করেন অনেক কিছু বাকী আছে, অনেক কিছুই নাই।’

উপদেষ্টা বলেন, ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকে থাকে। আমি সব সময় বলি স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক। যতই সেভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি কিন্তু ড্রেসিংয়ের সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কোনো কিছু দেয় না। জাস্ট একটু মুছে দিয়ে দেয়।

অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বয়স ৬৫ বছরে বেশি; হয়তো একটু পাব চেষ্টা করবো। তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক সেভি না। শুধু টেলিফোনটায় মেসেজ নিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে, আটকে গেলে আমি পারি না। এটা কিন্তু সবার জন্য; আমি মনে যে এটা ইউনিভার্সাল একটা সিস্টেম। সবাই বুঝতে পারবে। কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবে, এক্সেস করতে পারবে।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না যে কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভালো, কোনটা খারাপ সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়।

তিনি বলেন, যারা এনবিআর নিয়ে রিপোর্টিং করে তাদের নিয়ে বাজেটের পরবর্তী সময়ে একটি সেমিনার করা প্রয়োজন। বাজেটে যে পরিবর্তন করা হয়েছে সেগুলো আসলে কী ও কেনো করা হয়েছে; কতটা রাজস্ববান্ধব এই জিনিসগুলো যদি আমাদের গণমাধ্যম কর্মীদের বোঝান তাহলে তারা জাতিকে বোঝাতে পারবে। ভুল বোঝাবুঝি কমে যাবে।

সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে আনা পরিবর্তন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেমিনারে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৬   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার
অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরেনি: টিআইবি
সিআইডিতে মিনেসোটা প্রটোকলবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
ঋণ প্রবৃ‌দ্ধির লক্ষ্য ক‌মিয়ে অপরিবর্তিত নীতি সুদহার
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অনুদান দিলো জিপিএইচ ইস্পাত
রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন
শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের উদ্যোগেও সংস্কার হচ্ছে : অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ