সোমবার, ৪ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসিকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসিকে জরিমানা
সোমবার, ৪ আগস্ট ২০২৫



মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসিকে জরিমানা

জেলা সদরে আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে একটি ওষুধের ফার্মে সিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ সোমবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে গাজী মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্যো মধ্যে সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:২০   ১১ বার পঠিত