সোমবার, ৪ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার
সোমবার, ৪ আগস্ট ২০২৫



সিদ্ধিরগঞ্জে যুবক আটক, হেরোইন উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। সোমবার (৪ আগস্ট) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মো. রাসেল হোসেন (২৪)। সে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্প এলাকার মৃত ইসরাফিলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন ব্রিজের সামনে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশকে জানান, তিনি পলাতক আসামি মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের (৩২) কাছ থেকে হেরোইন কিনে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২০   ৮ বার পঠিত