গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের ঘোষণা নাসিক প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের ঘোষণা নাসিক প্রশাসকের
সোমবার, ৪ আগস্ট ২০২৫



গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের ঘোষণা নাসিক প্রশাসকের

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি ডিআইটি পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের মূল ফটকে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রতিটি সমাধি মার্বেল পাথর দিয়ে নামকরণ ও বাঁধাই করে রাখা হবে।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। মানুষের প্রত্যাশা পূরণে আমরা বৈষম্যহীন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, সিপিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু এবং ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৪   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
নিষিদ্ধ পলিথিন রোধে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড
সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
শেখ হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ