মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে এই বিজয় মিছিল শুরু হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাউসি পপুলার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন এবং জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অতীতে যেমন নানা ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও তেমনই ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। সমাবেশ থেকে বক্তারা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৭   ১০৯ বার পঠিত