জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছেন সরিষাবাড়ী থানার দুই পুলিশ কর্মকর্তা। তাঁদের এই অর্জন স্থানীয় জনগণের কাছে পুলিশের দক্ষতা ও জনবান্ধব ভূমিকার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত জুন/২০২৫ মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই - নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার রফিকুল ইসলাম। তাঁর সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া গত ৩০ জুলাই তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ প্রদান করেন।
এছাড়াও গত মে/২০২৫ মাসে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাতুল হক খান। তাঁর নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা জেলা ও রেঞ্জ উভয় পর্যায়েই প্রশংসিত হয়েছে।
এই দুই কর্মকর্তা তাঁদের সাফল্যের পেছনে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদের আন্তরিক দিকনির্দেশনাকে বিশেষভাবে উল্লেখ করেন তাঁরা। এছাড়াও তাদের এই অর্জন সরিষাবাড়ীর জনগণের প্রতি উৎসর্গ করে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১:৫২:৪০ ৩৬ বার পঠিত