
নারায়ণগঞ্জ বিএনপির প্রবীণ ও ত্যাগী প্রয়াত নেতা-কর্মীদের পরিবারদের খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর ১৫ নং ওয়ার্ডে বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে যেয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এসময় অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের বোন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানার মা, শহর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব জাহাঙ্গীর আলমের পরিবার এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের সাথে কুশল বিনিময় ও শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন।
এসময় তিনি বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং যে কোনো প্রতিকূল মুহূর্তেও আমরা আপনাদের পাশে থাকবো। আমি মাসুদ এই নারায়ণগঞ্জের সন্তান। আমার চৌদ্দ পুরুষদের বসবাস এইখানে। আমি রাইফেল ক্লাব ক্রস করে শহরে ঢুকলে জবাবদিহি করতে হতো আমি আমার শহরে ঢুকতে পারতাম না।
তিনি আরো বলেন, নমিনেশন কোনো ব্যাপার না দোয়া করবেন যাতে মানুষের কাছে থাকতে পারি। আপনাদের স্নেহ ভালোবাসায় যাতে থাকতে পারি। দশজন মানুষের কাজে যাতে লাগতে পারি, এই চেষ্টাই থাকবে আমার। নমিনেশন একটা রাজনৈতিক ব্যাপার জাতীয়তাবাদী দল থেকে যাকেই নমিনেশন দিবে আমরা তারই নির্বাচন করবো। একই পরিবারভুক্ত আমরা। আমরা সেই জিনিসটার প্রতি যাতে সম্মান প্রদর্শন করি।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামান এর ছোট ভাই শামীম আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যকরী সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সাবেক যুবদল নেতা সরকার আলম, সারোয়ার মুজাহিদ মুকুল, শহর ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রোমেল কায়েস, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:৫১:১৬ ১৩ বার পঠিত