সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: আরামনগর বাজারের রাউফুল ইসলাম ডিউক, আরামনগর হাজীবাড়ির রেজা একরামুল হাসান নাইম এবং পিংনা গোপালগঞ্জহাট এলাকার মোঃ পিয়াস।

সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই অভিযান চালায়। গোপন সূত্রে খবর আসে যে পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদক কেনাবেচা করছে। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সে সময় রাউফুল ইসলাম ডিউক, মোঃ পিয়াস ও রেজা একরামুল হাসান নাইমকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের বাটযুক্ত লোহার ছুরি, দুটি লোহার চাপাতি, ১০টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০,১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ও মাদক কেনাবেচার কথা স্বীকার করেছে। আটকের সময় আসামিদের সাথে ধস্তাধস্তির কারণে সামান্য আহত হওয়ায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৩   ৪৪২ বার পঠিত