ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ফরিদপুরে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে শহরের টেপাখোলা এলাকায় সরকারি ইয়াছিন কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত ওই পরীক্ষার্থীর নাম তানভীন আহমেদ নাহিদ (১৮)। তিনি জেলার মধুখালী উপজেলার বামন্দি বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আবুল বাশার মোল্লার ছেলে।

এলাকাবাসী আহত তনভীনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষ করে কলেজ ক্যাম্পাসের বাইরে আনুমানিক একশ গজ দূরে মুজিব সড়কে আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তানভীর পৌঁছালে দুই তিন জন অজ্ঞাত শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই তিনজন তরুণ তানভীনের গতিরোধ করে প্রথমে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে হামলাকারী এক তরুণ পেছন দিক থেকে তানভীনের পিঠের বাম দিকে ছুরি মারলে গুরুতর আহত হন তিনি।

ইয়াছিন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক খান জানান, পরীক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাত করার ঘটনাটি তার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, তিনি জানতে পেরেছেন ইয়াছিন কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এক পরীক্ষার্থীকে অন্য পরীক্ষার্থীরা ছুরিকাঘাত করেছে। আহত ওই পরীক্ষার্থী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে আজ রাত সাড়ে নয়টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৭   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ