যে কারণে বানসালির সিনেমাকে ‘না’ বলেছিলেন কঙ্গনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে বানসালির সিনেমাকে ‘না’ বলেছিলেন কঙ্গনা
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



যে কারণে বানসালির সিনেমাকে ‘না’ বলেছিলেন কঙ্গনা

বলিউডের নামকরা পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন সব তারকারাই। কিন্তু সেদিক থেকে একেবারে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বানসালির সিনেমার কাজের প্রস্তাব পেয়েও তাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে কঙ্গনা জানান, বলিউডের ব্লক বাস্টার সিনেমা ‘রামলীলা’-র আইটেম সংয়ে নাচার অফার পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো আইটেম সংয়েই নাচতে রাজি নন অভিনেত্রী। আর এ কারণেই বানসালিকে ‘না’ বলেন।

কঙ্গনা মনে করেন, আইটেম সংয়ে নাচার ক্ষেত্রে অভিনেত্রীদের বাজেভাবে উপস্থাপন করা হয়।

কঙ্গনার ভাষায়,

গানে নারীকে কীভাবে দেখানো হচ্ছে সেটা আগে দেখতে হবে। এমন আইটেম সংয়ে আমি নাচতে পারবো না। বানসালি ডাকুক আর যেই ডাকুক।

কঙ্গনা আরও বলেন,

আমি যখন বানসালির প্রস্তব ফিরিয়ে দিই, তখন অনেকেই আমাকে পাগল বলেছিলেন। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে এ কাজ আমি করতে পারবো না। আমার মনে হয়, সব শিল্পীদেরই এক্ষেত্রে একমত পোষণ করা উচিত।

‘রামলীলা’ সিনেমার ‘রাম চাহে লীলা চাহে’ শিরোনামের আইটেম গান কঙ্গনা ফিরিয়ে দেয়ার পর সে কাজ করতে রাজি হন প্রিয়াঙ্কা চোপড়া। এ গানে নাচার পারফরম্যান্সের জন্য প্রিয়াঙ্কা দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসা কুড়ালেও তাতে বিন্দুমাত্র আফসোস নেই কঙ্গনার।

কারণ শুধু সঞ্জয়লীলা বানসালির সিনেমার আইটেম গানই নয়, রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমার আইটেম গানেও অভিনয় ও নাচার অফার প্রত্যাখ্যান করেছিলেন কঙ্গনা।

পর্দায় নারী চরিত্রকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে তা গুরুত্ব দিতে গিয়ে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গেও অভিনয় করার প্রস্তাবে ‘না’ বলেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপনের ক্ষেত্রেও একই পথে হেঁটেছেন কঙ্গনা। কখনও ফর্সা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করেননি। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন,

এক বিজ্ঞাপনের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিকের অফার পেয়েও না বলেছি। কারণ আমি মনে করি, রং ফর্সা করার প্রসাধনীর বিজ্ঞাপন বর্ণবিদ্বেষী।

অভিনয়ের পাশাপাশি স্পষ্ট মন্তব্যের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন কঙ্গনা রানাউত। অনুচিত যেকোনো বিষয়েই সদা সরব থাকেন। আর এ কারণেই আইটেম সংয়ে নারীকে পণ্য হিসেবে তুলে ধরায় সঞ্জয়লীলা বানসালির মতো নির্মাতার সঙ্গেও কাজ করতে রাজি হননি অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৬   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান
নিরাপদ সড়ক গড়তে ডাটাবেজ তৈরি করছে প্রশাসন
জামালপুরে নারীলোভী প্রিন্সিপালের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল ও মানববন্ধন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সরকার কাজ করছে - ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ
বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা
জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি: সভাপতি শামীম ও সম্পাদক মামুন
চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ