সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ, তার ভাই আরশেদ আলী, আব্দুস সামাদ ও ইদ্রিস আলী।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম সারোয়ার খান জানান, ২০১২ সালের ২৩ আগস্ট বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে শাহজাদপুরের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসমান গনির উপরে হামলা করা হয়। এসময় তার চিৎকারে ছেলে সাব্বির হোসেন, ভাই মতিন, রমজান আলী এগিয়ে এলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আসামিরা।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যায়। এ ঘটনায় ওই দিনই ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ তদন্ত, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বুধবার থেকে ডিজিটাল জামিননামা, এক ক্লিকে পৌঁছে যাবে কারাগারে
পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের: তাজুল ইসলাম
চাঁনখারপুলে ৬ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ
১২ দফতরে পাঠালো শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হবেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর
শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে : চিফ প্রসিকিউটর
বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করতে হবে : নাহিদ ইসলাম
শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ