জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ ওয়ারেছ আলী মামুন।
শনিবার (২৩ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় পর্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি: লোকমান আহম্মেদ রতন, সহসভাপতি: শামীম আহম্মেদ, শহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামন রুমেল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম খান সজিব ও আরিফ হোসেন খান বাহাস সম্মেলনে উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা।
শনিবার দুপুরে শহরের লুইজ ভিলেজ পার্কের বিপরীতে বালুর মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা আক্তার আরুণি।
বাংলাদেশ সময়: ২১:১৯:৫১ ২৫ বার পঠিত