হাওরে টেকসই ডুবন্ত বাঁধ নির্মাণ হলে কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রকল্প এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
আজ বুধবার ঢাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এসব কথা বলেন।
সভায় জাইকার ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন সংস্থাটির দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর তেরিয়াকি ফুজি।
উপদেষ্টা বলেন, ‘পাশাপাশি প্রকল্প এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে বাঁধ সুরক্ষা প্রকল্প নিয়ে জাইকার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।’
তিনি আরও বলেন, ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানকে আগাম বন্যার পানি থেকে রক্ষা করা।’
দেশে হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের (হাওর ফেস-২) আওতায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে প্রকল্প এলাকা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ ৫টি জেলার মধ্যে সিলেটে ১টি, সুনামগঞ্জের ৬টি, হবিগঞ্জের ২টি, কিশোরগঞ্জের ৪টি এবং নেত্রকোনায় ২টিসহ মোট ১১ টি হাওরকে প্রাথমিকভাবে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পের আওতায় প্রস্তাবিত অবকাঠামোগুলো হলো, হাওর এলাকায় ডুবন্ত বাঁধ নির্মাণ ৪৫০.১৯ কিলোমিটার, খাল/নদী পুনঃখনন ৭৭.৭০০ কিলোমিটার, ইরিগেশন ইনলেট ৫৮টি, কনস্টিটিউশন অফ ফ্লাড ফিউজ ৫৮টি, রেগুলেটর /বক্স ড্রেনেজ আউটলেট ২২টি, থ্রেশিং এন্ড ড্রাইয়িং ফ্লোর (চাতাল) ৯টি, পানি ব্যবস্থাপনা গ্রুপের জন্য অফিস ভবন নির্মাণ ৮টি, গেট মেরামত ৬টি।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২,২৪৮.১২ কোটি টাকা। এক্ষেত্রে জিওবি ৫৮৪.১২ কোটি টাকা, যা মোট ব্যয়ের শতকরা ২৬ শতাংশ এবং প্রকল্প সাহায্য ১৬৬৪ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৭৪ শতাংশ। এ প্রকল্পে অর্থায়ন করবে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২০২৬ সাল হতে জুন ২০৩৩ পর্যন্ত। ২০২৬ সালের মার্চ মাসে প্রকল্পটি একনেকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধির দলের সঙ্গে সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘বন্যায় যাতে হাওরের ফসল নষ্ট না হয়, কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন, এজন্য পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি এ প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রাথমিকভাবে ১১টি হাওরে ডুবন্ত বাঁধ নির্মাণ করা হলে হাওরে কৃষি উৎপাদনে ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে। প্রকল্পটি হাওর এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রকল্পটির ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বলা হয়, এ প্রকল্পের কৃষি উৎপাদন উন্নয়ন, আবহাওয়া বিষয়ে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা ও প্রযুক্তি উন্নত করার দিকে জোর দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, স্থানীয় পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
এসময় প্রতিনিধিদলের সঙ্গে সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, যুগ্মসচিব (পরিকল্পনা) দীপান্বিতা সাহা, উপসচিব (পরিকল্পনা) মো. মোবাশশেরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিন কুমার বিশ্বাস, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের প্রতিনিধি দলের প্রোগ্রাম অফিসার ওয়ামা ইরিনা এবং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ওমাগারী হুডিও প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২৪:১৭ ১২ বার পঠিত