বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ড্রাইভার আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে অ্যাম্বুল্যান্সটি রোগী ওঠানোর জন্য বের করা হয়।
অ্যাম্বুল্যান্সটি চালু করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে আসা রোগীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অ্যাম্বুল্যান্সের ভেতরে গ্যাসের সিলিন্ডারটি ছিল।
সেখানে হয়ত লিকেজ ছিল। গ্যাস লিক হয়ে অ্যাম্বুল্যান্সে জমা হয়েছিল। গাড়ি স্টার্ট (চালু) করার সঙ্গে সঙ্গেই কোথাও হয়ত স্পার্ক করেছে। সেটা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৩   ৫১৭ বার পঠিত