রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে প্রেস ক্লাব মোড় ঘুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ১৫ মিনিট অবরোধ করে রাখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, দেশ ও দেশের জনগণের কল্যাণে কথা বলতে গিয়ে যে রক্ত দিয়েছেন তার প্রতিদান দেশের মানুষ দিবে। ভিপি নুর ফ্যাসিস্ট সরকারের আমলেও জনগণের কল্যাণে কথা বলে নির্যাতনের শিকার হয়েছিলেন- এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বর্বর হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
মশাল মিছিলে অংশগ্রহণ করেন- জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহ-সভাপতি নাজমুল হাসান, মহানগরের সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।
রাত ১১টার দিকে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২:০০:১১ ২০ বার পঠিত