তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



তারেক রহমান নির্দেশ দিলে ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, পানি ঘোলা করে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন লড়াই-সংগ্রামে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনা সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠা, সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দলের নেতা পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। সেই দলের বর্তমান নেতাও সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। আর বিএনপির ইতিহাস মুক্তিযুদ্ধের, সংগ্রামের, দেশ গঠনের। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ছয় বছর জেল খেটেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। এজন্য বিএনপি কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা উপস্থিত ছিলেন।

পরে রংপুরের আট উপজেলা, তিন পৌরসভা ও মহানগরীর ৩৩টি ওয়ার্ডের বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০:১৮:১৭   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
হাদির হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি চান আলোচিত বই বিক্রেতা টিপু সুলতান
সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
মিরপুরে সেনা অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
লাল-সবুজ কফিনে দেশে ফিরছেন হাদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ