শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ শিশুসহ অনেকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ শিশুসহ অনেকে
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



---

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এক নারী নিহত এবং তার মেয়েসহ বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মোর্শেদা বেগম (৩৫)। তিনি সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনছার আলীর স্ত্রী। নিখোঁজদের মধ্যে তার মেয়ে শোভা (৯) রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবর্ষা এলাকার শাহীনুর খেয়াঘাটে একটি নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল এবং মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, নৌকাবাইচ দেখতে আসা প্রচুর মানুষের ভিড় ছিল। সন্ধ্যা ৭টার দিকে একটি নৌকা পারাপারের সময় হঠাৎ ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।

এ ঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম, শাহীনুর রহমান, সুলতানা পারভীন এবং সবুজ মিয়া। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালাবে। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৭   ৭৮ বার পঠিত