মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার

মেট্রোরেলসহ নারায়ণগঞ্জবাসীর প্রয়োজনীয় নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এমআরটি-২ (মেট্রোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে দেয়া বক্তব্যে তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি এই আহ্বান জানান। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।

ফারহানা মানিক মুনা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রী পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে উন্নত রেল যোগাযোগ, বিআরটিসি বাস বৃদ্ধিসহ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করা আবশ্যক। মেট্রোরেল নারায়ণগঞ্জের যানজট নিরসনেও বড় ভূমিকা রাখবে।

তিনি বলেন, ২০১৫ সালে যে এমআরটি প্রকল্পের প্ল্যান অনুমোদন করা হয় সেখানে এমআরটি-২ লাইনের সঙ্গে নারায়ণগঞ্জ যুক্ত ছিল না। নারায়ণগঞ্জ যুক্ত ছিল এমআরটি-৪ এবং বিআরটি-৭ (মেট্রোরেল আওতাভুক্ত নয়) এর সঙ্গে। প্রকল্পের ফিজিবিলিটি টেস্টে ইতোমধ্যেই এমআরটি-৪ প্রকল্প বাতিল করা হয়েছে। পরবর্তীতে গাবতলি থেকে কমলাপুর লাইনকে, অর্থাৎ এমআরটি-২ কে বর্ধিত করে নারায়ণগঞ্জের সাথে যুক্ত করে মুন্সিগঞ্জ পর্যন্ত বিস্তৃত করার একটি প্রস্তাব করা হয়। তখন নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিআরটি-৭ এর সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার যুক্তি দেখিয়ে এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হয়েছে।

মুনা তার বক্তব্যে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ডাবল লেন কিংবা বিআরটি-৭ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার যুক্তি দেখিয়ে মেট্রোরেলের নেটওয়ার্ক থেকে কোনভাবেই নারায়ণগঞ্জকে বাদ দেয়া যাবে না। অবিলম্বে নারায়ণগঞ্জকে মেট্রোরেল-২ প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে। তা না হলে নারায়ণগঞ্জবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

রাজধানীকে কেন্দ্র করে লুটপাটকে প্রাধান্য দিয়ে পুরো নারায়ণগঞ্জকে একটি ডাম্পিং জোনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মুনা। তিনি বলেন, নারায়ণগঞ্জের নাগরিকদের স্বার্থের কোনো প্রকল্পের বাস্তবায়ন এখানে হয়নি। এই জেলার মানুষ দেশের সর্বোচ্চ ট্যাক্স দিয়েও পরিবহন, স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক সুবিধাগুলো পাচ্ছে না। আমরা রক্ত দিয়ে নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত করেছি, নারায়ণগঞ্জকে নগরবাসীর উপযোগী, সুস্থ-নিরাপদ, টেকসই নগর গড়বার লক্ষ্যে। এবার আমাদের নাগরিক সুবিধা বুঝে নিতে দল মত নির্বিশেষে বৃহত্তর ঐক্য গড়তে হবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়েই বিজয় নিশ্চিত হবে। মনে রাখতে হবে, নাগরিকদের ঐক্য ছাড়া নারায়ণগঞ্জের কোন শক্তি নেই। নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জের শক্তি।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৭   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন
ডিসির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ
মেট্রোরেলসহ নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান মুনার
নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান
জরাজীর্ণ শিশু কল্যাণ স্কুলভবন পরিদর্শনে ডিসি
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ