সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জেলায় আজ ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আলোচনাসভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ জামান।

সহকারী কমিশনার ইফরীত সাদিয়া লিসা’র সঞ্চালনায় আলোচনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ইমদাদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৮   ১৩৬ বার পঠিত