রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি

এমএলএসের পুরো মৌসুমে প্রথমবার কোনো পেনাল্টি পেয়েছিল ইন্টার মায়ামি। তবে সেটি মিস করে দলকে হতাশায় ভুগিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিপরীতে হ্যাটট্রিক তুলে মায়ামিকে একাই বিধ্বস্ত করেছেন ২১ বছরের তরুণ ইদান তোকলোমাতি। গোলবারে চীনের মহাপ্রাচীর হয়ে শারলট এফসির জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এমএলএসের বর্ষসেরা গোলরক্ষক ক্রিস্টিয়ান কহলিনাও।

রোববার (১৪ সেপ্টেম্বর) মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে শারলট এফসি।

বল দখল কিংবা আক্রমণ; কোথাও খুব একটা পিছিয়ে ছিল না মায়ামি। তবে শুরুতে লিড তুলে নেয়ার নিশ্চিত সুযোগ হাতছাড়া করে দলের মোমেন্টাম নষ্ট করেছেন মেসি। অবশ্য গোলবারে চীনের মহাপ্রাচীর হয়ে তাদের সব প্রচেষ্টা রুখে দিয়ে বারবার হতাশ করেছেন শারলটের গোলরক্ষক কহলিনাও।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রথম গোলের দেখা পেতে পারতো মায়ামি। তবে বক্সের ভেতর থেকে নেয়া জর্দি আলবার নিচু বলি শট ফিরিয়ে শারলটের গোলবার অক্ষত রাখেন কহলিনা। ৩২তম মিনিটে মায়ামিকে হতাশায় ভোগান মেসি। বক্সে আর্জেন্টাইন তারকাকে ফাউল করে পেনাল্টি উপহার দিয়েছিলেন জিব্রিল দিয়ানি। কিন্তু এমএলএসের পুরো মৌসুমে ২৬ ম্যাচের মধ্যে মায়ামির পাওয়া প্রথম পেনাল্টিটি পানেনকা শট নিতে গিয়ে মিস করেন মেসি। জায়গায় দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে বলের গতি রুখে দুহাতে তালুবন্দি করে নেন গোলরক্ষক। ২০২২ সালের পর এই প্রথম পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন তারকা।

এক মিনিট পরই লিড তুলে নেয় শারলট। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পেনাল্টি এরিয়ায় পাস দেন ভার্গাস। আলতো ছোঁয়ায় জালে জড়ান তোকলোমাতি। বিরতির পরপর ফের মায়ামির জালে বল জড়ান ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। এবার বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে গোলমুখে তাকে পাস দেন ব্রোনিকো। ৬৪তম মিনিটে গোলমুখে আয়েন্দের শট এগিয়ে এসে থামিয়ে দেন কহলিনা। ৭২তম মিনিটে বক্সে ওয়ান অন ওয়ান পজিশনে মেসির শটও ফিরিয়ে দেন এ গোলরক্ষক।

এর সাত মিনিট পর ফাউল করে টমাস আভিলেস ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। তাতে আরও দুর্বল হয়ে পড়ে মায়ামি। অন্যদিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে শারলট। ৮৩তম মিনিটে বক্সে উইলফ্রাইড জাহাকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন বুসকেটস। পেনাল্টি পেয়ে যায় শারলট। সফল স্পটকিকে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তোকলোমাতি।

৩-০ গোলের হারে মাঠ ছাড়তে হয় মেসিদের। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের আটে অবস্থান এখন মায়ামির।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২২   ২৪৯ বার পঠিত