
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
অভিযান চলাকালে, সিটি মেডিকেল হল এবং আলম মেডিকেল হল নামের দুটি দোকানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ওষুধের দাম মুছে ফেলে বিক্রি করার অভিযোগে আলম মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সিটি মেডিকেল হলের অধীনস্থ সিটি এক্সক্লুসিভ নামক দোকানে নকল খুশকিনাশক শ্যাম্পুর বোতল এবং মেয়াদোত্তীর্ণ মুখের ক্রিম বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ক্রেতা সেজে তিনি নিজেই একটি শ্যাম্পু কিনেছিলেন এবং সেটি নকল বলে মনে হওয়ায় এই জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারাও উপস্থিত ছিলেন। অভিযানে অন্যান্য বাজার ও বস্ত্রালয়ও পরিদর্শন করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ীদের আইন মেনে চলার এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। একই সাথে সচেতনতা বাড়ানোর জন্য লিফলেটও বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে কর্মকর্তারা জানান।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৭ ৫৪ বার পঠিত