জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযান চলাকালে, সিটি মেডিকেল হল এবং আলম মেডিকেল হল নামের দুটি দোকানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ওষুধের দাম মুছে ফেলে বিক্রি করার অভিযোগে আলম মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সিটি মেডিকেল হলের অধীনস্থ সিটি এক্সক্লুসিভ নামক দোকানে নকল খুশকিনাশক শ্যাম্পুর বোতল এবং মেয়াদোত্তীর্ণ মুখের ক্রিম বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ক্রেতা সেজে তিনি নিজেই একটি শ্যাম্পু কিনেছিলেন এবং সেটি নকল বলে মনে হওয়ায় এই জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারাও উপস্থিত ছিলেন। অভিযানে অন্যান্য বাজার ও বস্ত্রালয়ও পরিদর্শন করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ীদের আইন মেনে চলার এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। একই সাথে সচেতনতা বাড়ানোর জন্য লিফলেটও বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৭   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন
দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান : লুৎফুজ্জামান বাবর
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা
১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই - অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ