জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযান চলাকালে, সিটি মেডিকেল হল এবং আলম মেডিকেল হল নামের দুটি দোকানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ওষুধের দাম মুছে ফেলে বিক্রি করার অভিযোগে আলম মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সিটি মেডিকেল হলের অধীনস্থ সিটি এক্সক্লুসিভ নামক দোকানে নকল খুশকিনাশক শ্যাম্পুর বোতল এবং মেয়াদোত্তীর্ণ মুখের ক্রিম বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ক্রেতা সেজে তিনি নিজেই একটি শ্যাম্পু কিনেছিলেন এবং সেটি নকল বলে মনে হওয়ায় এই জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারাও উপস্থিত ছিলেন। অভিযানে অন্যান্য বাজার ও বস্ত্রালয়ও পরিদর্শন করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ীদের আইন মেনে চলার এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। একই সাথে সচেতনতা বাড়ানোর জন্য লিফলেটও বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৭   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডোবা বাল্কহেডের ২ লস্করের লাশ উদ্ধার
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম
বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত
মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ