মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুনরায় দেশে ফেরার পথে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭), একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) এবং শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মো. ছাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

বিজিবি জানায়, আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভেতরে বাংলাদেশ অংশে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এর আগে তারা নদীপথে নৌকাযোগে অনুমতি ছাড়া ভারতে প্রবেশ করে চোরাচালানের চেষ্টা করেন। ফেরার সময় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তল্লাশিতে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড এবং ৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০২   ৫০ বার পঠিত