আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

প্রথম পাতা » খেলাধুলা » আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট গত মৌসুমেই এনেছিল চমক, নাটকীয়তা আর রোমাঞ্চ। সেই আসরেই জন্ম নিয়েছিল নতুন এক চ্যাম্পিয়ন। আজ মঙ্গলবার আবার পর্দা উঠছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই মহারণের।

গতবারের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজি ইতালির ইন্টার মিলানকে ৫–০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফাইনালে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে শিরোপার পথটা একেবারেই সহজ ছিল না প্রথম পর্বেই বিদায়ের শঙ্কায় পড়া পিএসজির জন্য।

উয়েফা চাইছিল এমনই নাটকীয়তা। তাই বাদ দেওয়া হয়েছে আগের গ্রুপপর্ব।
নতুন লিগ ফরম্যাটে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। বড় দলগুলোও প্রথম পর্ব থেকে নকআউটে উঠতে লড়াই করেছে ঘাম ঝরিয়ে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো পরাশক্তিও ছিল শঙ্কায়।

এখন প্রতিটি দল খেলে আটটি ভিন্ন দলের বিপক্ষে, ঘরে–বাইরে ম্যাচের বদলে প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে একবার।
এতে বেড়েছে ম্যাচ, বেড়েছে বড় লড়াইয়ের সংখ্যাও। এ মৌসুমেই যেমন রিয়াল মাদ্রিদ খেলবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে পিএসজি।

ছোট দলগুলোর জন্যও খুলেছে সুযোগ। তুলনামূলক দুর্বল ক্লাবগুলো নিজেদের সমমানের প্রতিপক্ষ পাচ্ছে পট–৪ থেকে।
গতবার যেমন ব্রেস বা ব্রুগার মতো দল পৌঁছেছিল প্লে–অফে। যদিও ইয়াং বয়েজ ও স্লোভান ব্রাতিস্লাভার মতো ক্লাব কোনো পয়েন্টই তুলতে পারেনি।

প্রথম লিগপর্বে শীর্ষে ছিল লিভারপুল। রিয়াল মাদ্রিদ, এসি মিলান আর বায়ার লেভারকুসেনকে হারিয়ে এগিয়েছিল তারা। অন্যদিকে শুরুর দিকে ভুগতে থাকা পিএসজিকে যেতে হয়েছিল প্লে–অফ হয়ে। শেষ ষোলোতে লিভারপুলকে হারানোর পরই দলটি ছুটতে থাকে শিরোপার দিকে।

আজকের ম্যাচগুলো

বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। বিলবাও ১০ মৌসুম পর ফিরছে চ্যাম্পিয়নস লিগে—সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে খেলেছিল তারা। অপরদিকে গেল মৌসুমে সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের মাঠ সান মামেসে।

রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে ইউরপের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। নতুন ফরম্যাটে এবারই প্রথম মূল পর্বে জায়গা করে নিয়েছে মার্সেই।

একই সময়ে ইতালির অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। শক্তি আর ঐতিহ্যের লড়াইয়ে উদ্বোধনী রাতের সবচেয়ে আলোচিত ম্যাচ হয়ে উঠতে পারে এই দ্বৈরথ।

রাত ১টায় আরেক ম্যাচে মাঠে নামবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও স্প্যানিশ ভিয়ারিয়াল। টটেনহ্যাম চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা ইউরোপা লীগ জিতে।

তার আগে রাত ১০টা ৪৫ মিনিটে নামবে ডাচ ক্লাব পিএসভি ও বেলজিয়ান ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট–গিলোইস।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ
অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ