বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে অনুষ্ঠিত হলো ৭৮তম বুনিয়াদি কোর্সের সমাপনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অনুষ্ঠিত হলো ৭৮তম বুনিয়াদি কোর্সের সমাপনী
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে অনুষ্ঠিত হলো ৭৮তম বুনিয়াদি কোর্সের সমাপনী

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জেলা ও উপজেলা পর্যায়ের সংযুক্তি কার্যক্রমের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

প্রশিক্ষণার্থীদের উপস্থাপনার ওপর গঠনমূলক আলোচনা ও মূল্যায়ন করা হয়। জেলা প্রশাসক হাছিনা বেগম তার বক্তব্যে বলেন, “সংযুক্তি কার্যক্রমের মাধ্যমে আপনারা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি কাজ সরাসরি দেখেছেন এবং উপলব্ধি করেছেন। এই অভিজ্ঞতা আপনাদের আরও বাস্তববাদী করে তুলবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও জনগণ আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। তাই সব সময় জনগণের প্রতি আন্তরিক, সহজ-সরল এবং জবাবদিহিমূলক আচরণ করতে হবে।”

জেলা প্রশাসক বিশ্বাস করেন, এই প্রশিক্ষণার্থীরা সততা ও নিষ্ঠার মাধ্যমে মাঠ প্রশাসনকে আরও গতিশীল করবেন। তিনি তাদের সমৃদ্ধ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

বিশেষ অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “অভিজ্ঞতা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হবে প্রশাসনের মূল সাফল্য। এই প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক হাছিনা বেগম প্রশিক্ষণার্থীদের হাতে জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা উপহার হিসেবে তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৬   ১৮ বার পঠিত