সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো

প্রথম পাতা » খেলাধুলা » পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো

আইপিএলে গত মৌসুমে ভাল খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফেও উঠতে পারেনি তারা। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আর এক দল, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। সিপিএলে এটি নাইট রাইডার্সের পঞ্চম ট্রফি। এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর।

ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও নিজ দেশের লিগে নাইটদের হয়ে খেলেছেন তিনি। একই দলে খেলেছেন কাইরন পোলার্ডের মতো তারকাও। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল অবশ্য নাইট রাইডার্সের হয়ে আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। ফাইনালে কলকাতার দুই পুরনো সদস্য আলাদাভাবে নজর কেড়েছেন।

গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু। যেখানে বাংলাদেশ সময় আজ (২২ সেপ্টেম্বর) ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ঘরের মাঠে সমর্থন বেশি থাকলেও ব্যাট হাতে ভাল করতে পারেনি গায়ানা। প্রথম ওভারেই ওপেনার কুয়েন্টিন স্যাম্পসনকে আউট করেন আন্দ্রে রাসেল।

বেন ম্যাকডারমট, ইফতিখার আহমেদ ও ডোয়েন প্রিটোরিয়াসের ব্যাটে কোনোরকমে ১২০ রান পার করে গায়ানা। ম্যাকডারমট ২৮, ইফতিখার ৩০ ও প্রিটোরিয়াস ২৫ রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে গায়ানা। নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পেসার সৌরভ নেত্রভালকর। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কলিন মুনরো। দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এ ব্যাটার, আউট হন ২৩ রান করে। অপর ওপেনার অ্যালেক্স হেলস ২৬ রান করলেও খেলেন ৩৪ বল। অধিনায়ক নিকোলাস পুরানও ব্যর্থ হন। মাত্র ১ রানে আউট হন তিনি।

নাইট রাইডার্সের ইনিংস সামলান সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। দু’জনের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। নারাইন ২২ ও পোলার্ড ২১ রানে আউট হন। বল ভাল করলেও ব্যাট হাতে শূন্য রানে আউট হন রাসেল। শেষ দিকে ৭ বলে ১৬ রান করে দলকে জেতান আকিল হোসেন। এতে দু’ওভার বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৯   ৩৩ বার পঠিত