সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

বাগেরহাটে সুন্দরবনের সুপতি স্টেশনের বেতমোর নদীর কাছে খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, রায়েন্দা শরনখোলা উপজেলার সিদ্দিক পাহলোয়ানের ছেলে মো. খলিল ও মো. জাহিদ এবং ইসমাইল পাহলোয়ানের ছেলে আল আমিন।

রোববার সন্ধ্যার দিকে ফরেস্ট টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি রিপকর্ড ১০ ইসির বোতল, ৩৯ কেজি কাঠালী চিংড়ি ও ১টি খালপাটা জাল জব্দ করা হয়।
‎‎
তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৮   ২৬ বার পঠিত