ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লা থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে সারাদেশের মতো ফতুল্লাতেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি পূজায় কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান এবং সর্বপ্রকার সহযোগিতা ও পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারণ সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজা মণ্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সবুজ দাস, কার্যকরী সদস্য প্রদীপ মন্ডল ও সানী দাস।

এছাড়া পঞ্চবটী শিষ মহল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি নিখিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষ, সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পীযুষ চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শিবু চন্দ্র দাস, প্রদীপ সাহা, বিপু চন্দ্র দাস ও পরিমল দাস উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল আমিন, থানা তাতী দলের সভাপতি ইউনুছ মাস্টার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. কে. শাহিন, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী, ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৫   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাকসুর ভোটের তারিখ পরিবর্তন
ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা
বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ
কদমরসূল সেতু নির্মাণসহ ১১ দফা দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি
এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়
ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর: ৫টি নদী পুনঃখনন করবে সেনাবাহিনী
ব্রহ্মপুত্রের ভাঙনে দিশাহারা এলাকাবাসী, নদীশাসন চান ক্ষতিগ্রস্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ