আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে চাঁদাবাজির সময় স্থানীয়দের ধাওয়ায় পালিয়েছে চাঁদাবাজরা। এসময় তারা ব্যবহৃত স্পিডবোর্ড ফেলে যায়, যা পরে পুলিশ জব্দ করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চল থেকে পাথর, বালু ও কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড মেঘনা নদী হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় যাতায়াত করে। আড়াইহাজার অংশে প্রবেশের পর এসব পণ্যবাহী জাহাজকে নিয়মিত চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে নৌযান চালকদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।

ঘটনার দিন সিলেট থেকে আসা একটি বালুবাহী ট্রলারের গতিরোধ করে চাঁদা দাবি করে চাঁদাবাজরা। ট্রলারের চালক সাগর মিয়া মোবাইল ফোনে বিষয়টি পাশের গ্রামবাসীকে জানালে বিশনন্দী এলাকার লোকজন নৌকা নিয়ে ধাওয়া দেন। জনতার ধাওয়া খেয়ে চাঁদাবাজরা দ্রুত স্পিডবোর্ড গহরদী এলাকায় রেখে স্থলপথে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পিডবোর্ড জব্দ করে।

চালক সাগর মিয়া বলেন, “প্রতিবারই এ এলাকায় আমাদের চাঁদা দিতে হয়। না দিলে নৌযান নিয়ে নানা সমস্যায় ফেলে।”

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আক্তার হোসেন জানান, জব্দ করা স্পিডবোর্ডের মালিকানা ও ব্যবহারকারীদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “স্পিডবোর্ড কার, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৭   ১৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে ফ্যাসিস্ট সরকার: আজাদ
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি
আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ