প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিত্তিপ্রস্তরস্বরূপ, যা দেশের গণতন্ত্রকে নতুন যুগে প্রবেশ করাবে।’

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।’

উভয় নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার অবস্থার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা জনগণ একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকটের ওপর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার লক্ষ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর শরণার্থী পরিস্থিতির ওপর বিশ্বব্যাপী মনোযোগ পুনরুজ্জীবিত করা।

তিনি মেয়র হিডালগোকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৬:২০:২০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে কোনভাবেই স্টেকহোল্ডার হতে পারবে না তামাক কোম্পানি: মৎস্য উপদেষ্টা
ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ
নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে: ইসি সানাউল্লাহ
কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ