বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

অটোরিকশায় পাচারের সময় ১০২ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশায় পাচারের সময় ১০২ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



অটোরিকশায় পাচারের সময় ১০২ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক

নেত্রকোনায় অটোরিকশায় করে পাচারের সময় ১০২ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নম্বরবিহীন একটি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আবুল বাশার (৩৮)। তিনি শিমুলকান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকায় তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়।

তল্লাশির সময় পেপারে মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে আইস ভদকা ২৪ বোতল, এসি ব্ল্যাক ২২ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি হুইস্কি ৫৬ বোতল রয়েছে। সর্বমোট ১০২ বোতল মদের পরিমাণ ৫৫ লিটার ৫০০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আবুল বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০০   ৫৯ বার পঠিত