
জামালপুর প্রতিনিধি : কৃষিক্ষেত্রে সঠিক ও নিরাপদ কীটনাশক ব্যবহার তুলে ধরার লক্ষ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড জামালপুরের সরিষাবাড়ীতে একটি সচেতনতামূলক কৃষক সমাবেশ করেছে।
রোববার, (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাদান ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৫০ জন কৃষক এই অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।
সমাবেশের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের কাছে আধুনিক ও পরিবেশবান্ধব উপায়ে কীটনাশক ব্যবহারের পদ্ধতি পৌঁছে দেওয়া। অনুষ্ঠানের বক্তারা কৃষিপণ্যের মান নিশ্চিত করা এবং কৃষকদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ কীটনাশক প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। তিনি তার বক্তব্যে সিনজেনটার এই উদ্যোগের প্রশংসা করে আধুনিক কৃষিতে সঠিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনজেনটা বাংলাদেশের ময়মনসিং রিজন সেলস ম্যানেজার সুজিত পাল এবং সঞ্চালনায় ছিলেন জামালপুর টেরিটরি অফিসার মাসুদ রানা। এছাড়াও জামালপুর ইউনিট এসপিও ও এমডিস প্রতিনিধিরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
সচেতনতা সমাবেশ শেষে কৃষকদের নিয়ে সিনজেনটা আয়োজিত কৃষি প্রদর্শনী পরিদর্শন করা হয়। এই প্রদর্শনীতে আধুনিক কৃষি প্রযুক্তি এবং কীটনাশক ব্যবহারের বাস্তব প্রক্রিয়া তুলে ধরা হয়।এছাড়া দিনব্যাপী এই আয়োজনে কৃষকদের জন্য নানা খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যা গ্রামীণ কৃষকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সিনজেনটা বাংলাদেশের এই ধরনের শিক্ষামূলক আয়োজনকে স্বাগত জানান এবং বলেন, এই সমাবেশ থেকে তারা কীটনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন, যা তাদের দৈনন্দিন কৃষি কাজে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪০:০৪ ২৭১ বার পঠিত