![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই ২টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ,স,ম আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে চোর চক্রের সদস্যরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে চোরাই মোটরসাইকেল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছে। এই অবস্থায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ কুলকান্দী আকন্দবাড়ী এলাকার ৪নং আসামী হাসানের টিনের চালা বাড়ীতে অভিযান পরিচালনা করে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ইসলামপুর পৌরসভা পলবান্ধা উজানপাড়া এলাকার রফিকুলের ছেলে সিয়াম, পৌরসভার নটারকান্দা গ্রামের নজরুলের ছেলে জুয়েল ও উপজেলা কুলকান্দী ইউনিয়নের আকন্দ পাড়া এলাকার মৃত হেলাল আকন্দের ছেলে সিয়াম।
থানা পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছে যে গ্রেফতার হওয়া সকলেই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ,স,ম আতিকুর রহমান জানান, এর আগেও ইসলামপুর থানা পুলিশ ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। তিনি আরও বলেন, “ইসলামপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত রয়েছে।” বর্তমানে উদ্ধার হওয়া ২টি মোটরসাইকেলই থানা হেফাজতে আছে।
ওসি আতিকুর রহমান মোটরসাইকেলের প্রকৃত মালিকদেরকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইসলামপুর থানার এস আই আমিনুর রহমানের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৩২ ২৪৯ বার পঠিত