জামালপুরের গ্রামীণ সড়ক, মরণফাঁদে পরিণত !

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরের গ্রামীণ সড়ক, মরণফাঁদে পরিণত !
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫



জামালপুরের গ্রামীণ সড়ক, মরণফাঁদে পরিণত !

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের দশআনি-ডিগ্রি চরের সড়কটি যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের মাঝখানে তৈরি হওয়া এক বৃহৎ গর্ত ও অসংখ্য খানাখন্দের কারণে এটি এখন স্থানীয়দের চরম ভোগান্তির কারণ। বিশেষ করে স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীদের জন্য এই সড়ক দিয়ে চলাচল করা এখন বড় সমস্যা। সড়কটির বেহাল দশার কারণে পণ্য পরিবহন থেকে শুরু করে সাধারণ পথচারীরাও প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, দশআনি থেকে ডিগ্রিচর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় বর্তমানে কয়েকটি স্থানে সড়কটি ভেঙে পড়েছে। ফলস্বরূপ, এই সড়ক দিয়ে এখন আর কোনো যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

এলাকাবাসী বলছেন, বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো সত্ত্বেও তারা কেবল প্রতিশ্রুতিই দিয়েছেন, কিন্তু এই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

চর গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, “ইউনিয়নের ডিসি রোড দশআনি থেকে ডিগ্রি চর বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করা অত্যন্ত জরুরি। ইউনিয়নের হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য একদম অনুপযোগী।”

এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ কালবেলাকে জানান, “এলাকার কেউ এ বিষয়ে আগে অবহিত করেনি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত সড়কের গর্ত এবং রাস্তা সংস্কারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫২:২২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
পথশিশুদের পাশে অ্যাডভোকেট টিপু
গাজায় নৌবহর প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ
রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু
ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস
শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি : সালাহউদ্দিন
জামালপুরের গ্রামীণ সড়ক, মরণফাঁদে পরিণত !
গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেটকে আটক করেছে ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ