![]()
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিল সিমন্স। ব্যাটারদের পাশাপাশি বোলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিকে ৫ ইনিংস পর রান ফিরলেও, জাকের আলীর ফর্ম নিয়ে তেমন ভাবছেন না হেড কোচ। ক্লোজ ম্যাচ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ছে বলে মনে করেন সিমন্স।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচও টানটান উত্তেজনা। শেষ মুহূর্তে লোয়ার অর্ডারের নৈপুণ্যে সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতলেও কোনো ম্যাচেই সহজ জয় পায়নি টাইগাররা। এমন জয়ে আত্মবিশ্বাস বাড়লেও, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মন্তব্য হেড কোচের।
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘যখন আপনি হাড্ডাহাড্ডি ম্যাচ জিততে থাকবেন, তখন আত্মবিশ্বাস বাড়ে। তবে তা স্বাস্থ্যের জন্য ভালো না। এমন ক্লোজ ম্যাচ আমাদের হার্ট সহ্য করতে পারবে না। তবে এটা অনেক ভালো ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছে সবাই। আজকে ব্যাটিংয়ের জন্য উইকেটও ভালো ছিল। দলে অনেক মিডল অর্ডার ব্যাটার আছে। নির্দিষ্ট দিনে একেকজনকে সুযোগ দিয়ে দেখছি। এ ম্যাচে যাদের পরীক্ষা করেছি, তারা সুযোগটা কাজে লাগিয়েছে। সবাই উন্নতি করে যাচ্ছে। আগের ম্যাচে ওপেনাররা পারফরম্যান্স করেছে। এবার লোয়ার মিডল অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে।’
আফগানিস্তান সিরিজে বাজিমাত করেছেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছনের গ্লাভস না পেলেও, ব্যাট হাতে দুই ম্যাচেই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এই ডানহাতি। তার এমন পারফরম্যান্সে মুদ্ধ ফিল সিমন্স। এদিকে অতীতে ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছেন জাকের আলী। ৫ ইনিংস পর অবশেষে রানের দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক। জাকেরের অফ ফর্মকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন কোচ।
সিমন্স বলেন, ‘সোহান আজকে দারূণ ইনিংস খেলেছে। যখন জাকের-শামীম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে। ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি। যখনই সুযোগ আসছেন তখন যেন দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসবে। বিশ্বের অনেক জায়গায় দেখবেন অনেক প্লেয়াররা কিছু ম্যাচে রান পায় না। জাকেরের কিছু ম্যাচ খারাপ গেছে। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক বিষয়।’
এদিকে নবি-রশিদদের অল্প রানেই আটকে দিচ্ছে টাইগার বোলাররা। সিরিজ জয়ে বড় অবদান রয়েছে রিশাদ-নাসুমদের। তাদের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ।
তিনি বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে উন্নতি করছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা বোলিংয়ের উপর ভরসা রাখতে পারি। বোলিং আমাদের ভালো সুযোগ করে দিচ্ছে। ২ ম্যাচেই বোলাররা জয়ের জন্য অবদান রেখেছে।’
রোববার (৫ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬:১১:৫৩ ১০২ বার পঠিত