চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। জেলার আটটি উপজেলা থেকে আগত প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে এতে অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। প্রধান অতিথি তার বক্তব্যে সুস্থ সমাজ ও জাতি গঠনে ক্রীড়ার ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:২২:১৪ ৩৯ বার পঠিত