![]()
জামালপুর প্রতিনিধি : পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্নের অঙ্গীকার নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুনী জনসংযোগ করেছেন। তার এই আগমনে উচ্ছ্বাসে ভেসেছে সরিষাবাড়ী উপজেলা।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা থেকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড় ও নরপাড়া এলাকায় আরুনী এসে পৌঁছালে তাকে বরণ করতে স্থানীয়রা বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলেল সংবর্ধনার আয়োজন করেন। স্থানীয় জনতা বাদ্য-বাজনা, ফুলের তোড়া ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আরুনীকে স্বাগত জানান। সেখানে উৎসবমুখর পরিবেশে জনতার ঢল নামে।
পিংনা থেকে প্রধান সড়কে মোটর সাইকেল শোভাযাত্রা এবং “আরুনী এগিয়ে চলো, সরিষাবাড়ীর কন্যা তোমার সাথে আছি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। পিংনা ইউনিয়নের নরপাড়া মোড় ও আওনা ইউনিয়নের দৌলতপুর মোড় এলাকায় নর-নারী ও এলাকাবাসী হাতে ফুল, ব্যানার নিয়ে নেত্রীর আগমনকে স্বাগত জানান।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় সালিমা তালুকদার আরুনী তার রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সরিষাবাড়ীর মানুষের প্রতি আমার পিতা সাবেক বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রানালয়ের মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর যে ভালোবাসা ও স্বপ্ন ছিল, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে, বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নই হবে আমার জীবনের লক্ষ্য।”
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সবার আগে দেশ, এ দেশের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে আমি দৃঢ প্রতিজ্ঞ।” আরুনী স্পষ্ট করে বলেন, “আমি রাজনীতিকে দেখি মানুষের কল্যাণের দায়িত্ব হিসেবে, ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে নয়। সরিষাবাড়ীর উন্নয়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল মনে করছেন, সালিমা তালুকদার আরুনীর এই গণসংযোগ সরিষাবাড়ীর রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। দীর্ঘদিন পর বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে অভূতপূর্ব উৎসাহ ও ঐক্য।
এ সময় প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মীনি মাহমুদা সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ সহ দলীয় নেতা-কর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:২০ ৪৯৬ বার পঠিত