জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মামী প্রতি গভীর প্রেম এবং তাকে বিয়ে করতে না পারার হতাশা থেকে হাবিব তরফদার (২৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি শিফ্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে উঠে এসে মামার ঘরের বারান্দায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাবিব।
নিহত যুবক হাবিব তরফদার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের মাখন তরফদারের ছেলে। তার মামা মৃত ফজলুল হক ফজল বাটিকামারি পূর্ব পাড়ার মোঃ আজগর আলীর ছেলে। জানা যায়, মামা ফজলুল হক ফজল প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত ফজলের স্ত্রী লাকি বেগম দুটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে ঢাকায় কলেজে পড়াশোনা করেন। ঘটনার দিন রাতে মামী লাকি বেগম একাই বাড়িতে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিধবা মামী লাকি বেগমের সঙ্গে ভাগিনা হাবিবের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি হাবিবের বাবা-মা তাকে বিয়ে করাতে চাইলে, তিনি নানাভাবে তা এড়িয়ে যেতেন এবং বিয়েতে অসম্মতি প্রকাশ করতেন। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, মামীকে বিয়ে করতে না পারার তীব্র হতাশা থেকেই হাবিব এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিধবা লাকি বেগম শনিবার (১১ অক্টোবর) রাত ৭টায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। এরপর গভীর রাতে হাবিব তার নিজের বাড়ি থেকে মামীর বাড়িতে আসেন এবং বারান্দায় রাখা লাকি বেগমের ওড়না ব্যবহার করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল সম্পন্ন করে। এরপর মরদেহটি থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:৪৫:০৬ ৭৭ বার পঠিত