উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম আজ এক সংক্ষিপ্ত সফরে উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকার হাট পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ পৌঁছানো ও উদ্ধার কাজে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো— এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।

এ সময় তিনি শতবর্ষী নৌকার হাট খ্যাত আটঘর বাজারের নৌকার কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

দুর্যোগকালীন সময়ে দেশের বন্যা কবলিত এলাকার জন্য এখানকার নৌকা ব্যবহারের সম্ভাবতা যাচাই করাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।

উপদেষ্টার সংক্ষিপ্ত এ সফরে তার সাথে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৭   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন
আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত
২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
বন্দরে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে আটক ২০
চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা
কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন
অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ