সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



সুনামগঞ্জে গ্রাম পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের শান্তিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করা হয়।

রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমানর চক্রবর্তীর পরিচালনায় ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনআইএলজির (কর্মসূচি ও মূল্যায়ন) যুগ্ম-পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৭   ২৯ বার পঠিত