মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে সায়মা (২২) নামের এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়। নিহত যুবতীর নাম সায়মা তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১২   ১৫৭৪ বার পঠিত