জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকারের ভিডিওচিত্র জামালপুরের সরিষাবাড়ীতে বড়পর্দায় প্রদর্শন করা হয়েছে। আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা এবং তারেক রহমানের চিন্তাভাবনা সম্পর্কে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আরামনগর বাজার ছাগল হাটে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীমের উদ্যোগে এই প্রদর্শনী হয়।
ভিডিওচিত্র প্রদর্শন শুরুর আগে স্বাগত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সামনের নির্বাচনে মনোনয়ন ভাবনা, সরকার গঠনের লক্ষ্য এবং দেশ পরিচালনায় তারেক রহমানের চিন্তাভাবনা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সম্প্রতি বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়াবলি উঠে এসেছে।”
তিনি উপস্থিত সবাইকে তারেক রহমানের বার্তা মন দিয়ে অনুধাবন করার আহ্বান জানান। শামীম আরও বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার সরিষাবাড়ী উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন তথা প্রতিটি ওয়ার্ডে প্রদর্শন করা হবে এবং তার বার্তা পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মিলন-সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি দেখতে এসময় বিপুল সংখ্যক সাধারণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দীর্ঘদিন পর গণমাধ্যমে সরাসরি প্রচারিত তারেক রহমানের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সরিষাবাড়ীর এই আয়োজনও তারই অংশ।
বাংলাদেশ সময়: ২২:২৯:০৩ ১০৯ বার পঠিত