শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

বলিউড কিং শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আগামী মাসের শুরুতে অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনের উদযাপনের নানা পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

তার জন্মদিন উপলক্ষে পিভিআর-আইনক্স নতুন একটি উদ্যোগ নিয়েছে অভিনেতার জন্য। তার ৬০তম জন্মদিনটিকে অনুরাগীদের কাছে আরও বিশেষ করে তুলতে অভিনব প্রয়াস নিয়েছে তারা। সপ্তাহ দুয়েকের জন্য একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২ নভেম্বর শাহরুখের ষাটতম জন্মদিন। জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।

কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায়? এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে।

তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৬   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন
আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত
২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
বন্দরে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে আটক ২০
চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা
কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন
অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ