শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের

ম্যাচ শুরুর আগেই আলোচনায় ছিল হোম অব ক্রিকেটের কালো পিচ। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি তো বলেই দিলেন–এমন উইকেট তিনি জীবনেও দেখেননি। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিং ফিরিয়ে আনলো প্রাগৈতিহাসিক কালের ক্রিকেট। মিরপুরের ‘ধানক্ষেতে’ প্রতিটি রানের জন্য সংগ্রাম করতে হলো টাইগারদের। তাওহীদ হৃদয়ের টেস্ট মেজাজের অর্ধশতক আর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের চল্লিশোর্ধ্ব ইনিংসের সঙ্গে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে দুইশ পার হয় বাংলাদেশ।

শনিবার (১৮ অক্টোবর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৯.৪ ওভার ব্যাট করে ২০৭ রানে অলআউট হয়ে গেছে। তাওহীদ হৃদয় ৯০ বলে দলীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন। এই ম্যাচ দিয়ে অভিষিক্ত অঙ্কন মাত্র ৪ রানের জন্য অর্ধশতক মিস করেছেন।

এদিন সাইফ হাসানের সঙ্গী হয়ে সৌম্য সরকার ওপেনিংয়ে নামেন। তবে ২.১ ওভারে মাত্র ৮ রান তুলতেই দুই ওপেনারই বিদায় নেন। এশিয়া কাপ ও পরে আফগানিস্তান সিরিজে আলো কাড়া সাইফ হাসান ৩ ও এই সিরিজে দলে ফেরা সৌম্য ৪ রান করে আউট হন।

দুই ওপেনারের দ্রুত বিদায়ে ক্রিজে আসা নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় দলের হাল ধরেন। জুটি গড়লেও তারা ব্যাট করেছেন টেস্ট মেজাজে। তৃতীয় ওভারের শুরু থেকে জুটি গড়ে ২৩ ওভারের প্রথম বল ভাঙার আগে ৭১ রান আসে এই জুটিতে।

শান্ত ৬৩ বলে ৩২ রান করে পেইরির বলে এলবিডব্লিউ হয়ে যান। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

শান্তর বিদায়ের পর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে তাওহীদ হৃদয় ৩৬ রানের জুটি গড়তে খরচ করেছন ৭২ বল। এর মাঝে ৩০তম ওভারে এসে শতরান পূর্ণ করে টাইগাররা।

এদিন অর্ধশতক তুলে নিয়েছেন হৃদয়। গ্রেভসের বলে আউট হওয়ার আগে ৯০ বলে ৩ চারে ৫১ রান করেন তিনি। হৃদয়-অঙ্কনের পুরো জুটিতে চার হয়েছে মাত্র একটি। ম্যাচের ২১.৫ ওভার থেকে ৩৫.৩ ওভার পর্যন্ত কোনো চারই মারতে পারেনি বাংলাদেশ।

৮২ বলের এই খরা কাটে অঙ্কনের ব্যাটে। বাঁহাতি স্পিনার মোতির বলে সুইপ করে ৮২ বল পর বাউন্ডারি মারেন সদ্য অভিষিক্ত এই ব্যাটার।

অভিষেক ম্যাচেই অর্ধশতক হাঁকানোর পথে ছিলেন অঙ্কন। কিন্তু চার রান দূরে থাকতে চেজকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৭৬ বলে ৩ চারে ৪৬ রান করেন তিনি।

মিরাজ ২৭ বলে ২ চারে ১৭ ও নুরুল হাসান সোহান ১০ বলে ৯ রান করে আউট হন।

পুরো ৫০ ওভার খেলে ২০০ রান পূর্ণ করা নিয়েও শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিং সম্মান বাঁচিয়েছে টাইগারদের। মাত্র ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রানের দুর্দান্ত ক্যামিও খেলে আউট হন রিশাদ। দুইশ থেকে তখনও দুই রান দূরে বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে শেফার্ডকে ছক্কা মেরে মানসম্মান বাঁচান তানভীর।

তানভীর ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ১ রান করে রানআউট হয়েছেন।

ক্যারিবীয়দের পক্ষে জেডন সিলস ৩টি, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস ২টি এবং খারে পিয়েরে ও রোমারিও শেফার্ড ১টি করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫২   ৪৬ বার পঠিত