মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরাইলের জাতীয় নিরাপত্তা প্রধান জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের উপর সাম্প্রতিক আক্রমণ এবং গাজা শহর দখলের অভিযানসহ নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের মধ্যে হানেগবিকে বরখাস্ত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে হানেগবি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ আমাকে জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগের তার ইচ্ছার কথা জানিয়েছেন। এর আলোকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হচ্ছে।

এদিকে, সংবাদপত্রের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে হানেগবির স্থলাভিষিক্ত করে সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

চ্যানেল ১২সহ ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা এবং গাজা শহর দখলের জন্য সামরিক আক্রমণ শুরু করার বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সাথে হানেগবির মতবিরোধ হয়।

আক্রমণ শুরু হওয়ার আগে, হানেগবি মন্ত্রিসভাকে বলেছিলেন যে তিনি গাজা শহর দখলের জন্য নেতানিয়াহুর প্রচেষ্টার বিরোধিতা করেছেন, যুক্তি দিয়েছিলেন যে এটি ইসরাইলি জিম্মিদের জীবনকে বিপন্ন করতে পারে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত ৩ বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। বিবৃতিতে আরও বলা হয়।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৩   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে দোষারোপের রাজনীতি
হামাস ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে
মোদিকে ‘মহাবিপদের’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এবার ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
এভারেস্টের প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা মারা গেছেন
আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাক সেনা নিহত
মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়ানিরিনা
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ