
ইসরাইলের জাতীয় নিরাপত্তা প্রধান জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের উপর সাম্প্রতিক আক্রমণ এবং গাজা শহর দখলের অভিযানসহ নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের মধ্যে হানেগবিকে বরখাস্ত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে হানেগবি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ আমাকে জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগের তার ইচ্ছার কথা জানিয়েছেন। এর আলোকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হচ্ছে।
এদিকে, সংবাদপত্রের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে হানেগবির স্থলাভিষিক্ত করে সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
চ্যানেল ১২সহ ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা এবং গাজা শহর দখলের জন্য সামরিক আক্রমণ শুরু করার বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সাথে হানেগবির মতবিরোধ হয়।
আক্রমণ শুরু হওয়ার আগে, হানেগবি মন্ত্রিসভাকে বলেছিলেন যে তিনি গাজা শহর দখলের জন্য নেতানিয়াহুর প্রচেষ্টার বিরোধিতা করেছেন, যুক্তি দিয়েছিলেন যে এটি ইসরাইলি জিম্মিদের জীবনকে বিপন্ন করতে পারে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত ৩ বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। বিবৃতিতে আরও বলা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৩ ১৯ বার পঠিত